শিশুদের জন্য অনলাইন গেম নিষিদ্ধ করল চিন সরকার
বেইজিং: চিনে ১৮ বছরের কম বয়স্কদের জন্য অনলাইন গেম নিষিদ্ধ করল দেশটির সরকার। ভিডিও গেমের প্রতি আসক্তি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি এক আধিকারিক বলেন, ভিডিও গেমে আসক্তির ফলে শিশুরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত অনলাইন গেমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সপ্তাহের কাজের দিনগুলিতে দিন মাত্র ৯০ মিনিট অনলাইন গেম খেলতে পারবে শিশু-কিশোররা। তবে সাপ্তাহিক ছুটির দিনে এই সময় বাড়িয়ে ৩ ঘণ্টা করা হয়েছে।
একইসঙ্গে ১৮ বছরের কম বয়স্কদের জন্য অনলাইন গেমের পিছনে খরচের সীমাও বেঁধে দিয়েছে চিন সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ থেকে ১৬ বছর বয়সীরা অনলাইন গেম খেলার জন্য মাসে সর্বোচ্চ ২০০ ইউয়ান বা ২৯ মার্কিন ডলার অর্থ খরচ করতে পারবে। আর ১৬ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে মাসিক খরচের সীমা বেঁধে দেওয়া হয়েছে ৪০০ ইউয়ান বা ৫৭ মার্কিন ডলার। এছাড়া অনলাইন গেম লগইনের ক্ষেত্রে নাবালকদের প্রকৃত নাম এবং আইডেন্টিফিকেশন নম্বর বাধ্যতামূলক।
চিন বিশ্বের বৃহত্তম গেমিং মার্কেটগুলোর একটি। গবেষণা সংস্থা নিউজু’র সমীক্ষা অনুযায়ী, চিন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গেমিং মার্কেট এবং চলতি বছর এই খাত আয়ের দিক থেকে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে।