Sunday, March 16, 2025
রাজ্য​

ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ, নয়া পুরসভা দখলের পথে গেরুয়া শিবির

পশ্চিম মেদিনীপুর: রাজনৈতিক পালাবদল অব্যাহত। লাগাতার বিজেপিতে যোগ দিচ্ছেন শাসকদলের অনেক নেতা-কর্মীই। শুধু শাসকদলই নয়, অন্যান্য দল থেকেও পদ্ম শিবিরে নাম লেখাচ্ছেন অনেকেই। এবার তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর ‌পুরসভার কাউন্সিলর শিবরাম দাস।

মঙ্গলবার রামজীবনপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর শিবরাম দাস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এর ফলে, পশ্চিম মেদিনীপুরের ১১ আসন বিশিষ্ট এই পুরসভার সমীকরণ দাঁড়াল—বিজেপি ৬, তৃণমূল ৪ ও নির্দল ১।

বিজেপিতে যোগ দিয়েই শিবরাম দাস দাবি করেন, এই পুরসভার চেয়ারম্যান দুর্নীতি, স্বজনপোষণ ‌ও নানা অনিয়মের সঙ্গে জড়িত, তাই তিনি গেরুয়া শিবিরে যোগদান করলেন। তাঁর অভিযোগ, পূর্বে তিনি দলে এই নিয়ে অভিযোগ জানালেও তৃণমূল  নেতৃত্ব কোন ব্যবস্থা নেয়নি, তাই তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বিজেপিতে যোগ দিয়েছেন।

বিজেপির দাবি, পুরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান শিবরাম দাস বিজেপিতে যোগ দেওয়ার পর তাদের দখলে চলে এল পুরসভা। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, অনেকেই বিজেপিতে গিয়ে ফিরে আসায় পুরসভার দখল তাঁদের হাতেই রয়েছে!