আরএসএস কর্মী খুন, বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি বিশ্ব হিন্দু পরিষদের
কলকাতা: বৃহস্পতিবার বিজয়া দশমীর উচ্ছ্বাসের মাঝে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে স্কুল শিক্ষক বন্ধু প্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল এবং পাঁচ বছরের ছেলে আনন্দ পালকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মৃত ওই স্কুল শিক্ষক আরএসএস বলে জানা গেছে। এই নৃশংস ঘটনার রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাল আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ।
এর আগে জিয়াগঞ্জের খুনের ঘটনার রাজ্যপাল জগদীপ ধনকড় বলেছেন, রাজ্যের জন্য এটি উদ্বেগজনক একটি ঘটনা এবং এটি বর্তমান রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরই একটি প্রতিফলন। রাজভবনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, জিয়াগঞ্জের এই ভয়াবহ হত্যাকাণ্ড মানবতাকে লজ্জিত করেছে। তবে এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনও রকম সাড়া পাওয়া যায়নি। ঘটনাটি অসহিষ্ণুতা এবং রাজ্যের উদ্বেগজনক আইন শৃঙ্খলার পরিস্থিতিরই প্রতিফলন।
জিয়াগঞ্জের খুনের ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের বিজেপির সভাপতি গৌরীশঙ্কর ঘোষের দাবি, ব্লু-প্রিন্ট বানিয়ে ওই RSS কর্মীর পরিবারকে নিশ্চিহ্ন করতেই এই হত্যাকান্ড। ঘটনার ৭২ ঘন্টা কেটে গেলেও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা এবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছি।