Thursday, September 19, 2024
দেশ

রাম মন্দির নির্মাণে বিশ্ব হিন্দু পরিষদ ৭০ ট্রাক ইট পাঠাচ্ছে অযোধ্যায়

অযোধ্যা: আগামী ২৯ অক্টোবর সোমবার অযোধ্যয় রাম মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হবে। শুনানি শেষে আসবে রায়। তবে তার কয়েকদিন আগেই রাম জন্মভূমিতে মন্দির তৈরির জন্য বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। রাম মন্দির নির্মাণে তারা ৭০ ট্রাক ইট পাঠাচ্ছে অযোধ্যায়। ওই ইট তারা রাম মন্দির নির্মাণে ব্যবহার করতে চায়।

এদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেন ইতোমধ্যে রাম মন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স জারি করতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। রাম মন্দির নির্মাণ নিয়ে তোলপাড় শুরু হয় ভারতজুড়ে। বিষয়টি নিয়ে দেশটির সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেই মামলার শুনানি শুরু হবে আগামী ২৯ অক্টোবর। এই পরিস্থিতিতে বিশ্ব হিন্দু পরিষদের এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তবে অযোধ্যয় নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, সে বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন। অপ্রীতিকর যেকোনো ঘটনা প্রতিরোধে ইতোমধ্যেই অযোধ্যায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ‘রাম জন্মভূমি’র দিকে যাওয়ার রাস্তাও সাধারণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদ অবশ্য তাদের এই সিদ্ধান্তের মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখছে না। তাঁরা বরং আশাবাদী, সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের পক্ষেই রায় দেবে। কাজেই রায়ের পর মন্দির নির্মাণে আর বেশি দেরি করতে চায় না তাঁরা। সে কারণেই এখন থেকে মন্দির নির্মাণের জন্য ইট, পাথর অযোধ্যায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি চম্পত রাই বলেন, আমরা কোনো মতেই পিছিয়ে যাবে না। কারণ, এটা সত্য প্রতিষ্ঠার লড়াই। অন্যদিকে এই বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ বাবরি মসজিদের পক্ষে মামলাকারীদের অন্যতম ইকবাল আনসারি। তিনি বলেন, ভোট এলেই বিজেপি এসব চেষ্টা করে। এবারও তাই করছে।