রাম মন্দির নির্মাণের দাবিতে দিল্লিতে দেড় লক্ষ মানুষের বিক্ষোভ
নয়াদিল্লি: অযোধ্যায় রাম মন্দির নির্মাণে আইন পাসের দাবিতে রাজধানী দিল্লিতে বিক্ষোভ সমাবেশ করেছে লাখো মানুষ। রবিবার দিল্লির রামলীলা ময়দানে জড়ো হন হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা দাবি করেন, অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণে আইন পাস করতে হবে। এ নিয়ে আর দেরি না করার আহ্বান জানান তাঁরা।
বিশ্ব হিন্দু পরিষদের দাবি, এদিন দিল্লিতে অন্তত দেড় লক্ষ মানুষ জমায়েত হয়েছিলেন। পরিস্থিতি এমনই যে লালকেল্লার ময়দানেও রামভক্তদের জায়গা দিতে পারেননি আয়োজকরা। সকলের একটাই দাবি, যে ভাবেই হোক দ্রুত মন্দির তৈরি করতে হবে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর বর্ষীয়ান মুখপাত্র ভাইয়াজি জোশীর সাফ কথা, বিজেপির বোঝা উচিত মানুষ কী চাইছেন। তিনি বলেন, বিজেপি রাম মন্দির তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল। তাঁদের বোঝা উচিত আমাদের ভাবাবেগের জায়গাটা। আমরা ভিক্ষে চাইছি না। গোটা দেশ চাইছে রাম রাজ্য।