‘রাজ্যে ‘জয় শ্রী রাম’ স্লোগান নিষিদ্ধ করা হোক’
কলকাতা: বর্তমানে ‘জয় শ্রী রাম’ স্লোগান নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ঠিক এমন পরিস্থিতিতে জয় শ্রী রাম ধ্বনিকে নিষিদ্ধ করার দাবি জানালো বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। পরিষদ মনে করে, জয় শ্রী রাম বললে যদি মারধর খেতে হয়, পুলিশ গ্রেফতার করে, তাহলে এই স্লোগান নিষিদ্ধ ঘোষণা করুক রাজ্য সরকার। তাতে আইনি ব্যবস্থা নিতে সুবিধা হবে।
নির্বাচনী প্রচারে মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাওয়ার পথে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে পড়েছিলেন তিনি। নেমে হুঙ্কার ছেড়েছিলেন। তারপর ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছিল। মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁকে উদ্দেশ্য করে “গালাগালি” দেওয়া হয়েছে।
এরপর ৩০ মে নৈহাটিতে ধর্নায় অংশ নিতে যাওয়ার পথে ভাটপাড়ায় ফের মুখ্যমন্ত্রীর কনভয় দেখে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকেন একদল মানুষ। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশকে। বিজেপির তরফে অভিযোগ, ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার এই ‘জয় শ্রী রাম’ স্লোগান নিষিদ্ধ করার দাবি জানানো বিশ্ব হিন্দু পরিষদ।
পূর্বাঞ্চলীয় সংগঠন সম্পাদক শচীন্দ্রনাথ সিনহা বলেন, পশ্চিমবঙ্গ সরকার জয় শ্রী রামকে নিষিদ্ধ করুক। আর নিষিদ্ধ না করে এভাবে যাকে তাকে যেখানে পারছে মারছে, গ্রেফতার করছে। ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বীরভূমে, বর্ধমানে এই ধরনের ঘটনা ঘটেছে। সরকার নিষিদ্ধ করে দিক, তাহলে তো ঝামেলা হবে না। তারপর যা হওয়ার আইনগত ভাবে হবে। মানুষ জানবেন কী করে যে জয় শ্রীরাম নিষিদ্ধ!
বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য, ভগবানের নাম করা নিষিদ্ধ ঘোষণা করুক। তাহলে সাধারণ মানুষ করবেন না। নিষিদ্ধ না হলে সাধারণ মানুষ যেখানে সেখানে বলবেন। তাহলে কেন তাদের হয়রান করা হচ্ছে? পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম নিষিদ্ধ না করে কেন গ্রেপ্তার করা হচ্ছে?” প্রশ্ন তুলেছেন শচীন্দ্রনাথ সিনহা।
‘জয় শ্রী রাম’কে শুধু নিষিদ্ধ ঘোষণার দাবি করেই ক্ষান্ত থাকেননি ভিএইচপির পূর্বাঞ্চলীয় সংগঠন সম্পাদক। শচীন্দ্রনাথবাবু রীতিমত চ্যালেঞ্জ ছুড়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেশের অন্য কোনো প্রান্তে গিয়ে বলুন তো, যে জয় শ্রী রাম গালাগালি। তাহলে ওখানে থাকতে পারবেন কি না? ভারতের সব রাজ্যে বলা যাবে, অথচ বাংলায় আমরা এটা করতে দেব না। সারা ভারতে এটা ধার্মিক স্লোগান, পশ্চিমবঙ্গে এটা রাজনৈতিক স্লোগান। পশ্চিমবঙ্গের মানুষ সহিষ্ণুতা দেখাচ্ছেন বলে উনি অসহিষ্ণুতা দেখাচ্ছেন।