Tuesday, April 16, 2024
দেশ

বাংলার হিন্দুদের একজোট করতে বিশ্ব হিন্দু পরিষদের নতুন ওয়েবসাইট

কলকাতা, ৩০ জুলাইঃ  ‘বিশ্ব হিন্দু পরিষদ’ (ভিএইচপি) পশ্চিমবঙ্গ তথা বাংলায় হিন্দুদের একজোট করতে জন্য একটি ওয়েবসাইট তৈরী করেছে। গত ১৯ জুলাই খোলা হয় ওয়েবসাইটটি। সংগঠনটির মুখপাত্র সৌরিস মুখোপাধ্যায় জানান, মাত্র এক সপ্তাহের মধ্যে ১২০০ সদস্যের আবেদন জমা পড়েছে। বজরং দল ও দূর্গাবাহিনীও ভিএইচপির সংগঠন। তিনি দাবি করেন, সংগঠনের সদস্য সংখ্যা আরও বাড়বে।

ওয়েবসাইটটিতে আবেদন প্রক্রিয়াও সহজ করা হয়েছে। http://www.vhpbengal.org সাইটে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর, পেশা ও জেলার নাম দিয়ে আবেদন পত্র জমা করতে হবে। এরপরে হিন্দু পরিষদের সদস্যরা ওই আবেদনকারীর বাড়িতে ‌যাবেন। অথবা তাদের এলাকায় বৈঠক ডাকা হবে। ২০ টাকায় সদস্যপদ দেওয়া হচ্ছে আগ্রহীদের। ওয়েবসাইটটিতে বাংলা ও ইংরেজীতে তথ্য দেওয়া হয়েছে। একই সাথে বিশ্ব হিন্দু পরিষদের ফেসবুক ও টুইটার লিঙ্কও দেওয়া রয়েছে। সঙ্গে ভিএইচপির ফোন নাম্বারও দেওয়া রয়েছে।