ইসলামপুর বদলে হল ‘ঈশ্বরপুর’, বৈঠকে বসবে স্কুল শিক্ষা দফতর
উত্তর দিনাজপুর: উত্তরপ্রদেশে নাম বদলের হিড়িকে পড়েছে। ফৈজাবাদ বদলে হয়েছে অযোধ্যা আর এলাহাবাদ বদলে রাখা হয়েছে প্রয়াগরাজ। কিন্তু বাংলায় যে এর প্রভাব পড়বে, তা বোধহয় কল্পনা করেনি কেউই। মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদন দিয়েছিল উত্তর দিনাজপুরের সরস্বতী বিদ্যামন্দির নামের স্কুলকে। তখন স্কুলের ঠিকানায়, জায়গার নাম ছিল ইসলামপুর। কিন্তু, বিশ্ব হিন্দু পরিষদের এই স্কুলের নাম বদলে করা হয়েছে সরস্বতী শিশু মন্দির ও বিদ্যামন্দির। জায়গার নাম বদলে করা হয়েছে ঈশ্বরপুর। এর জন্য কি স্কুলের অনুমোদন বাতিল করা হতে পারে? বুধবার বৈঠকে বসছে স্কুল শিক্ষা দফতর।
উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত ‘সরস্বতী শিশুমন্দির ও বিদ্যামন্দির’ স্কুলের সাইনবোর্ডে জায়গার নাম ইসলামপুরের বদলে ঈশ্বরপুর লেখা হয়েছে। তবে এই নাম বদল শুধু বিশ্ব হিন্দু পরিষদের জন্যই। শহরের বাকি সর্বত্র রয়েছে ইসলামপুর নামই। খাতায় কলমে জায়গার নামের কোনও বদল হয়নি। কিন্তু, মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত কোনও স্কুল কি এ ভাবে জায়গার নাম বদলাতে পারে?
নিয়ম অনুযায়ী, মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন প্রাপ্ত কোনও স্কুল তাদের নাম বা অন্য কোনও তথ্য পরিবর্তন করতে চাইলে সেজন্যে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে জানাতে হয়। কিন্তু, এক্ষেত্রে তা করা হয়নি বলেই অভিযোগ। তাই এই স্কুলের অনুমোদন বাতিলই করে দিতে পারে পর্ষদ। তাদের হাতে সেই আইনি সংস্থান রয়েছে। যদিও বিশ্ব হিন্দু পরিষদ, ইসলামপুরের জায়গায় স্কুল বোর্ডে ঈশ্বরপুর লেখার মধ্যে কোনও ভুল দেখছে না।
প্রসঙ্গত, ইসলামপুরের নাম পরিবর্তন নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ ও এলাকার হিন্দু সংগঠনগুলি বহুদিন ধরে দাবি জানিয়ে আসছে। তাদের মতে জায়গার নাম কোনওভাবেই মুসলিম নামে রাখা যাবে না। বারবার দাবি তোলা সত্ত্বেও কাজ হয়নি। তাই তাঁরা নিজেদের সাইনবোর্ডে ইসলামপুরকে ‘ঈশ্বরপুর’ করে দিয়েছে।