Thursday, June 19, 2025
Latestদেশ

পশু চিকিৎসক খুনে ধর্ষকদের হয়ে মামলা লড়বেন না কোনও আইনজীবীই

হায়দরাবাদ: পশু চিকিৎসক তরুণীকে গণধর্ষণ করে নৃশংস ভাবে খুন করার ঘটনায় তোলপাড় গোটা দেশ। অভিযুক্তদের ফাঁসির দাবিই জোরালো হচ্ছে দেশজুড়ে। হায়দরাবাদের এই গণধর্ষণ কান্ড নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। শনিবার তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলার বার কাউন্সিলের সদস্যরা জানিয়ে দিয়েছেন, ঘটনায় অভিযুক্তদের পক্ষে মামলা লড়বেন না তাদের কাউন্সিলের কোনও সদস্যই।

শুক্রবারই ধরা পড়েছে অভিযুক্ত মহম্মদ আরিফ, জোল্লু শিবা, জোল্লু নবীন ও চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু। শনিবার তেলেঙ্গানার শাদনগরের ম্যাজিস্ট্রেট ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তদের।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, পুলিশ দ্রুত তৎপর হলে হয়তো বাঁচানো যেত তরুণীকে। নির্যাতিতার মায়ের দাবি, বিপদের আভাস পেয়ে তরুণীর ছোট বোন টোলপ্লাজায় পৌঁছে দিদির খোঁজে গিয়েছিলেন। দিদিকে না পেয়ে মা-বাবাকে জানালে তাঁরা থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন।

নির্যাতিতার মায়ের কথায়, আমার ছোট মেয়ে প্রথমে আরজিআইএ পুলিশ স্টেশনে গিয়েছিল। কিন্তু আরজিআইএ পুলিশ বলে, সেটি শামসাবাদ থানার ঘটনা। নির্যাতিতার বোনের অভিযোগ, এক থানা থেকে আরেক থানায় ঘোরাঘুরি করতেই ২ থেকে ৩ ঘণ্টা নষ্ট হয়ে যায়। যখন তল্লাশি শুরু হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

তেলেঙ্গানা সরকারের সিদ্ধান্ত, এই মামলাটিকে ফাস্ট ট্র্যাক আদালতে তোলা হবে। মহাবাবনগরের বার কাউন্সিলের সদস্যরাও জানিয়েছেন, এই ঘটনায় কোনও অভিযুক্তের হয়ে মামলা লড়বেন না তাঁরা।