Sunday, March 16, 2025
দেশ

‘দাদার’ জন্যই তিন তালাক আজ অপরাধ, মোদীকে রাখি পাঠালেন মুসলিম মহিলারা

বারাণসী: ভারতে আইনগতভাবে তিন তালাক এখন অপরাধ। তিন তালাক উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদ ঘটানোর মধ্যযুগীয় প্ৰথা এখন নিষিদ্ধ। তিন তালাক অপরাধ হিসেবে গণ্য হবে এবং সেই সঙ্গে দোষী সাব্যস্ত সংশ্লিষ্ট স্বামীকে তিন বছর পর্যন্ত কারাবাস ও জরিমানা দিতে হবে।

আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই আজ তিন তালাক অপরাধ। দেশের সব মুসলিম মহিলার কাছে তিনি বড় ভাইয়ের মতো। দাদার জন্য আমরা রাখি বানিয়েছি। বলছিলেন, তাঁর কেন্দ্র বারাণসীর মুসলিম মহিলারা। তাঁদের দাবি, নমোর জন্যই অপরাধের তালিকায় এসেছে তিন তালাক।

যাঁরা মোদীকে রাখি পাঠিয়েছেন, তাঁদেরই একজন রামপুরের বাসিন্দা হুমা বানো বলেন, মোদীর জন্যই তিন তালাক আজ অপরাধ। দেশের সব মুসলিম মহিলার কাছে তিনি বড় ভাইয়ের মতো। দাদার জন্য আমরা রাখি বানিয়েছি।

এর আগে তিন তালাক বিলটি তিনবার লোকসভার ছাড়পত্ৰ পেলেও রাজ্যসভায় বারবারই তা আটকে যাচ্ছিল বিরোধীদের জন্য। বিলটি রাজ্যসভার ছাড়পত্ৰ পাওয়ার পর সরকারের তরফ থেকে বলা হয়েছে, বিলটি আইনি রূপ পেলে সংখ্যালঘু সমাজে প্ৰচলিত এই মধ্যযুগীয় প্ৰথা থেকে মুসলিম মহিলাদের চোখের জল মুছতে সাহা্য্য করবে এবং দীর্ঘ প্ৰতীক্ষিত স্বস্তি এনে দেবে তাদের জীবনে। তালাক প্ৰথা রোধ করা মোদী সরকারের প্ৰধান লক্ষ্য ছিল।

প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর নেতৃত্বাধীন কেন্দ্ৰের বিজেপি সরকার বিলটি আইনি রূপ দেওয়ার জন্য বার বার চেষ্টা করেও রাজ্যসভায় গরিষ্ঠতার অভাবে তা আটকে যাচ্ছিল। তবে এবার বিরোধী ঐক্যে চিড় ধরিয়ে মোদী সরকার বিলটি রাজ্যসভায় পাস করিয়ে নিতে সফল হয়।