মোদীর বারাণসীর মন্ডুয়াডিহি রেল স্টেশনের নাম বদলে ‘বেনারস’ রাখা হলো
বারাণসী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় এলাকা বারাণসী। গত ১৫ জুলাই নিজের সংসদীয় এলাকায় যান তিনি। গত বুধবার বারাণসীকে রেলের তরফ থেকে বড় উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। সেখানকার মন্ডুয়াডিহি রেল স্টেশনের (Manduadih Railway Station) নাম বদলে ‘বেনারস’ রাখা হয়েছে। স্টেশনে মন্ডুয়াডিহি’র বদলে এখন বেনারস (Banaras Railway Station) লেখা বোর্ড। নতুন বোর্ডে হিন্দি, সংস্কৃত, ইংরেজি আর উর্দুতে বেনারস লেখা হয়েছে। স্টেশনের টিকিটেও নাম বদলে বেনারস লেখা হয়েছে।
অনেকদিন ধরেই মন্ডুয়াডিহি স্টেশনের নাম বদলে বেনারস করার দাবি জানানো হচ্ছিল। প্রথমে উত্তরপ্রদেশ সরকার নাম বদলের প্রস্তাবে সায় দেয়। তারপর গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মান্ডুয়াডিহ রেলওয়ে স্টেশনের নাম বদলের অনুমতি দেয়। রেলওয়ে বোর্ডের থেকেও স্বীকৃতি মিলেছে। এরপরই মন্ডুয়াডিহি স্টেশনের নাম বদলে বেনারস করার প্রক্রিয়া শুরু হয়। স্টেশনের কোডও বদলে BSBS করা হয়েছে।
উল্লেখ্য, বারাণসীতে এতদিন পর্যন্ত ‘বেনারস’ নামে কোনো স্টেশনই ছিল না। তবে কাশী আর বারাণসী সিটি নামের তিনটি স্টেশন রয়েছে। এরপর এবার বেনারস নামের স্টেশনের দাবিও পূরণ হল।
স্টেশনের নয়া নাম-ফলকে ইংরেজি, হিন্দি, উর্দুর পাশাপাশি সংস্কৃত লেখা নিয়ে উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসযোগ আধিকারিক (সিপিআরও) পঙ্কজ সিংহ বলেন, বারাণসী দেশের প্রাচীন সাংস্কৃতিক পীঠস্থান। তাই সাইনবোর্ডে সংস্কৃত ভাষায় নাম লিখেছে রেল।
পঙ্কজ সিংহ আরও জানান, ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী নাম-ফলকে ইংরেজি এবং হিন্দি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, সংবিধান স্বীকৃত আঞ্চলিক ভাষা এবং উর্দু ও সংস্কৃতেও স্টেশনের নাম লেখা যেতে পারে।


