Monday, March 17, 2025
Latestদেশ

বাংলাদেশি ও অন্য বিদেশিদের চিহ্নিত করতে রাজ্য পুলিশকে নির্দেশ দিল যোগী সরকার

লখনউ: অসম বাদে দেশের অন্য কোনও রাজ্যে এখনও এনআরসি চালু করা হয়নি। তবে এবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ বিদেশি নাগরিক চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেল। মঙ্গলবার উত্তরপ্রদেশে বসবাসকারী বাংলাদেশি ও অন্যান্য বিদেশিদের চিহ্নিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে যোগী সরকার।

উত্তরপ্রদেশ পুলিশের প্রধান ওপি সিং রাজ্যের সব জেলার পুলিশ প্রধানদের একটি নোটিস দেন। ওই নোটিসে বলা হয়েছে, বহু বাংলাদেশি অবৈধ ভাবে উত্তরপ্রদেশে বাস করছেন। বর্তমানে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশি-সহ বিদেশি নাগরিকদের চিহ্নিত করা প্রয়োজন।

ওপি সিং বলেন, এর সাথে এনআরসির কোনও যোগসূত্র নেই। বাংলাদেশি ও বিদেশি যারা উত্তরপ্রদেশে অবৈধভাবে বাস করছেন তাদের চিহ্নিত করা হবে এবং তাদের নথি যাচাই করা হবে। তাদের নথিপত্র ভুয়ো প্রমাণিত হলে তাদের বিতাড়িত করা হবে।

নোটিসে বলা হয়েছে, রাজ্য পুলিশকে সেইসব সরকারী কর্মচারীদের চিহ্নিত করতে বলা হয়েছে যারা অবৈধ অনুপ্রবেশকারীদের ভুয়া নথিপত্র তৈরি করতে সহায়তা করেছে। বাংলাদেশী এবং অন্যান্য বিদেশী নাগরিকদের আঙুলের ছাপও নিয়ে রাখা হবে। পুলিশ সমস্ত রাজ্যের নির্মাণকারী সংস্থাকে সেখানে কর্মরত কর্মচারীর পরিচয়পত্র নিজেদের কাছে রাখার নির্দেশ দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, বৈধ পরিচয়পত্র না দেখে যেন কাউকে কাজ দেওয়া না হয়।