Monday, March 24, 2025
দেশ

একদিনে ২২ কোটি গাছ রোপণ করে বিশ্ব রেকর্ড গড়ল যোগী সরকার

লখনউ: শুক্রবার ‌ভারত ছাড়ো আন্দোলনের ৭৭ বছর পালন করতে গিয়ে গোটা উত্তরপ্রদেশে জুড়ে ২২ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি পালন করল যোগী প্রশাসন। এই কর্মসূচির নাম দেওয়া হয় ‘‌বৃক্ষরোপণ মহাকুম্ভ’‌। এই কর্মসূচিতে প্রায় ৪৬ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

এদিন লখনউতে তিনটি চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষ রোপণের কর্মসূচির শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। তারপর প্রয়াগরাজের একটি অনুষ্ঠানে যান তিনি। পরের বছর ২৫ কোটি বৃক্ষ রোপণ করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের বনমন্ত্রী দারা সিং চৌহান সংবাদমাধ্যমে বলেন, একদিনে এতগুলো বৃক্ষ রোপণের কর্মসূচি আগে নেয়নি কোনো প্রশাসন। ফলে গিনিস বুকে নতুন রেকর্ড গড়ল এই কর্মসূচি। কাসগঞ্জে বৃক্ষরোপণের কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।

বনমন্ত্রী দারা সিং চৌহান জানিয়েছেন, গ্রামে গ্রামে যেখানে বৃক্ষ রোপণ করা হবে, সেখানে সেই বৃক্ষ দেখভালের দায়িত্ব থাকবে স্থানীয় প্রশাসনের ওপর। এছাড়া অনেক মানুষকেও নিযুক্ত করা হবে এই কাজের জন্য। এতে কর্মসংস্থানও বাড়বে।

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে একদিনে ৫ কোটি বৃক্ষ রোপণ করে রেকর্ড গড়েছিল যোগী সরকার।