Thursday, June 19, 2025
Latestদেশ

নাগরিকত্ব দিতে শরণার্থীদের তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাল যোগী সরকার

লখনউ: ১০ জানুয়ারি থেকে দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন চালু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এরপরই দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ সিএএ-এর প্রয়োগ শুরু করল। নির্যাতিত শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দিতে কেন্দ্রীয় সরকারের কাছে তালিকা পাঠাল উত্তরপ্রদেশ সরকার।

জানা গেছে, পিলভিটের ৩৭ হাজার শরণার্থীর নাম রয়েছে ওই তালিকায়। যোগী সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত শরণার্থীরা। সংবাদ সংস্থা এএনআইকে জেলাশাসক বৈভব শ্রীবাস্তব জানিয়েছেন, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় হিংসার শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া ৩৭ হাজার শরণার্থীর একটি তালিকা করা হয়েছে। তালিকা টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

উল্লেখ্য, নেপাল সীমান্তের লাগোয়া এলাকা পিলভিট। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তান ও বাংলাদেশ থেকে এদেশে চলে আসা শরণার্থীরা সেখানে থাকেন। এক শরণার্থী বলেন, আমরা পাকিস্তানে ভয়ে থাকছিলাম। ধর্মান্তরিত হতে চাপ দেওয়া হচ্ছিল। আমরা মা, বোন ও স্ত্রী সেখানে নিরাপদ ছিলেন না। প্রাণ বাঁচাতে ভারতে চলে এসেছি। কিন্তু নাগরিকত্ব পাইনি। নাগরিকত্ব আইন তৈরির জন্য অসংখ্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। উনি আমাদের সম্মান দিয়েছেন।

প্রসঙ্গত, ১০ জানুয়ারি থেকে দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯, ধারা ১, উপধারা ২ মেনে ১০, জানুয়ারি ২০২০ থেকে আইন কার্যকর করা হল।