Sunday, March 16, 2025
দেশ

গত আড়াই বছরে উত্তরপ্রদেশে কোনও গণপিটুনির ঘটনা ঘটেনি: যোগী আদিত্যনাথ

লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, উত্তরপ্রদেশে অবৈধ কসাইখানা নিষিদ্ধ করার পর রাজ্যে গত আড়াই বছরে কোনও দাঙ্গা কিংবা গণপিটুনির ঘটনা ঘটেনি। নিউজ 18 নেটওয়ার্ক গ্রুপের এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে  দেওয়া এক সাক্ষাত্কারে আদিত্যনাথ এই দাবি করেন।

গণপিটুনি ও দাঙ্গার মতো পরিস্থিতি রাজ্যে বিনিয়োগকে প্রভাবিত করেছে কিনা এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, না, এটা আগে হত, এখন এটা আর ঘটে না। গত আড়াই বছরে কোনও দাঙ্গা বা গণপিটুনির ঘটনাও ঘটেনি। মূলত রাজ্যে যেসব কারণে দাঙ্গা বা গণপিটুনির ঘটতো সেইগুলিকে আমরা শিকড় থেকে উপড়ে ফেলেছি। শুরুতেই আমরা অবৈধ কসাইখানা বন্ধ করে দিয়েছি।

২০১৭ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী ইস্তেহার অনুযায়ী, যোগী আদিত্যনাথ অবৈধ কসাইখানাকে সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেন এবং একইসঙ্গে গরু পাচার বন্ধ করারও ঘোষণা দেন।

আদিত্যনাথ বলেন, আমরা মালিকহীন গবাদি পশুদের নিয়ে একটি প্রচারণা শুরু করেছি।  যেটা অনেকটাই সফল হয়েছে।রাজ্যে প্রায় সাড়ে ৩ লাখ মালিকহীন গবাদি পশু রয়েছে। আমরা একটি স্কিম নিয়েছি। যাতে বলা হয়েছে, যদি কেউ তাদের বাড়িতে এই দাবিহীন গবাদি পশুদের মধ্যে কোনটিকে রাখতে চায়, তবে তাহলে সরকারের তরফ থেকে তাঁকে মাসে ৯০০ টাকা করে দেওয়া হবে ৷ তবে সেই গরুটিকে প্রতি মাসে নিয়ম করে চেকআপ ও ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যেতে হবে ৷ তবে সেই খরচার পুরোটাই সরকার বহন করবে।