Friday, June 20, 2025
কলকাতা

উন্নাও নির্যাতিতার পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে যোগী সরকার, বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে

লখনউ: উত্তরপ্রদেশের উন্নাওয়ে ২৩ বছর বয়সী গণধর্ষিতার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই মৃত্যুকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যা দেন যোগী। নির্যাতিতার পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ, একটি বাড়ি দেওয়ার কথা ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার।

পাশাপাশি, মামলাটি দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালতে পাঠানোর কথা ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ঘটনায় অভিযুক্ত সকলকে গ্রেফতার করা হয়েছে। মামলাটির দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালতে পাঠানো হবে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।

শনিবার উন্নাওয়ে যোগী সরকারের দুই মন্ত্রী কমল রানি বরুণ ও স্বামীপ্রসাদ মৌর্য নির্যাতিতার বাড়িতে গেলে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন। সংবাদসংস্থা এএনআইকে কেশব প্রসাদ মৌর্য বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। নির্যাতিতার পরিবারকে আমি আশ্বাস দিচ্ছি দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করব। কাউকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিট নাগাদ মৃত্যু হয়েছে বছর ২৩ বছর বয়সী ওই নির্যাতিতার। তাঁর শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল। প্রথমে লখনউয়ের হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। পরে বিমানে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে।