Thursday, June 19, 2025
Latestদেশ

যোগীরাজ্যেই প্রথম চালু হবে সংশোধিত নাগরিকত্ব আইন, জারি সরকারি নির্দেশিকা

লখনউ: নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এর মধ্যেই উত্তরপ্রদেশে সিএএ চালু করার কাজ শুরু করল যোগী প্রশাসন। রাজ্যে বসবাসকারী শরণার্থীদের তালিকা তৈরির করা শুরু করেছে রাজ্য প্রশাসন। দেশের মধ্যেই যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশই প্রথম এই আইনের আওতায় নাগরিকত্ব প্রদানে উদ্যোগী হল।

ইতিমধ্যেই যোগী সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্থান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম শরণার্থী অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিষ্টানদের একটি তালিকা তৈরি করা হবে, যাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

উত্তরপ্রদেশের অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব অবিনাশ আওয়াস্থি জানান, দশকের পর দশক ধরে যেসব সংখ্যালঘু শরণার্থী পাকিস্তান, আফগানিস্থান ও বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এবার তাঁদের তালিকা তৈরি করে ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে।

অবিনাশ আওয়াস্থি বলেন, দেশের মধ্যে উত্তরপ্রদেশ হবে প্রথম রাজ্য যারা সবার আগে সিএএ কার্যকর করবে। তিনি জানান, উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, রামপুর, শাহজাহানপুর, নয়ডা এবং গাজিয়াবাদে শরণার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। তবে মুসলিম শরণার্থীদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি উত্তরপ্রদেশ সরকারের জারি করা এই নির্দেশিকায়।