Monday, June 16, 2025
Latestদেশ

অযোধ্যায় ২২১ মিটার উঁচু রামের মূর্তির জন্য ৪৪৬.৪৬ কোটি টাকা বরাদ্দ যোগী সরকারের

অযোধ্যা: ১৮২ মিটার উঁচু স্ট্যাচু অফ ইউনিটির পর এবার আরও এক মূর্তি। ২২১ মিটার উঁচু রামের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। অযোধ্যার সরযূ নদীর ধারে বসানো হবে এই মূর্তি। যোগী সরকার এ সংক্রান্ত বাজেট অনুমোদন করেছে। এই মূর্তি প্রতিস্থাপন অযোধ্যার রাম নগরী প্রকল্পের অন্তর্গত বলে জানা গিয়েছে।

অযোধ্যার রাম নগরী প্রকল্পের জন্য মোট খরচ ধরা হয়েছে ৪৪৭.‌৪৬ কোটি টাকা। ইতিমধ্যেই যার অনুমোদন দিয়েছে উত্তরপ্রদেশ মন্ত্রিসভা। ২১ মিটার উঁচু রামের মূর্তি স্থাপনের জন্য মীরাপুরে কেনা হবে ৬১.‌৩৮ হেক্টর জমি। এছাড়াও রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে, অযোধ্যার সৌন্দর্যায়নে, ডিজিটাল মিউজিয়াম, ইন্টারপ্রিটেশন সেন্টার, লাইব্রেরি, পার্কিং–ফুড প্লাজা, প্রাকৃতিক দৃশ্য নির্মাণ সহ অন্যান্য ভ্রমণের সুযোগ–সুবিধায় এই অর্থ ব্যয় করা হবে।


প্রসঙ্গত, রাম মন্দির নির্মাণের দাবিতে মোদী সরকারের উপর রীতিমত ক্ষুব্ধ হিন্দু সংস্থাগুলি। রাম মন্দির তৈরির দাবিতে সোচ্চার হয়েছে শিবসেনা ও বিশ্ব হিন্দু পরিষদ। দৈনিক শুনানি শেষ হয়েছে রাম মন্দিরের ভবিষ্যত নির্ধারিত হবে কয়েকদিনের মধ্যেই। অবসরের আগে রায় দেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। রায়দানের আগেই অযোধ্যায় রাম মূর্তির নির্মাণের ঘোষণা দিয়ে রীতিমতো ছক্কা হাঁকালেন যোগী আদিত্যনাথ।