‘মিশন বেঙ্গল’ রণনীতিতে সামিল হচ্ছেন যোগী আদিত্যনাথও
কলকাতা: বিধানসভা নির্বাচনে বাংলায় জয়লাভ করতে বিশেষ রণনীতি তৈরি করল বিজেপি। ‘মিশন বেঙ্গল’-কে সফল করতে উত্তরপ্রদেশ সরকারের অভিজ্ঞ নেতা–মন্ত্রীদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। আগেই বাংলার ৪২টি লোকসভা আসনের দায়িত্ব ৭ জন কেন্দ্রীয় নেতার উপর দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ওই তালিকায় রয়েছেন- কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ মান্ডব্য, জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা, পর্যটন ও সংষ্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল, পশুপালন মন্ত্রী সঞ্জীব বালিয়ান, উত্তরপ্রদেশের উপ–মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য এবং মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
তবে যেভাবেই হোক বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। তাই বিজেপির অত্যন্ত জনপ্রিয় মুখ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বাংলা সফরে আসবেন। বিহারের বিধানসভা ভোটের প্রচারে যোগীর র্যালি করা কেন্দ্রগুলিতে দারুণ সাফল্য পায় বিজেপি। তাই এবার যোগী আদিত্যনাথকে বাংলাতেও প্রচারে আনছে বিজেপি।
‘মিশন বেঙ্গল’ প্রসঙ্গে উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র নবীন শ্রীবাস্তব বলেন, আমাদের টার্গেট বাংলায় ২০০টি আসন জেতা। গত লোকসভা ভোটে আমরা ৪০ শতাংশ ভোট অর্থাৎ ১৮টি লোকসভা আসন জিতেছি। বিধানসভায় ভোটে আরও ভাল ফল করতে হবে। আমাদের নেতাদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা এবার ইতিহাস তৈরি করবই।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

