Tuesday, November 18, 2025
রাজ্য​

এবার তৃণমূল ছাড়লেন কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি

কাঁথি: শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়ার পর একের পর এক নেতা-নেত্রী দল ছাড়ছেন। পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত ইতিমধ্যেই দল ছেড়েছেন। বেসুরো হয়েছেন আরও বহু নেতা। কোথাও চিঠি লিখে দল থেকে পদত্যাগ আবার কোথাও ফেসবুক পোস্টে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ক্রমশ তালিকা দীর্ঘ হচ্ছে।

এবার তৃণমূল ছাড়লেন কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি (Banasri Maity)। শুক্রবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। ইস্তফাপত্রে তিনি জানান, তাঁকে দেওয়া সমস্ত অ্যাসাইনমেন্টের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হোক।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর খেজুরি দিবসের মিছিলে শুভেন্দু অধিকারীর পাশেই দেখা গিয়েছিল বনশ্রী মাইতিকে। ‘‌দাদা’‌ দল ছাড়তেই বনশ্রী মাইতিও দল ছাড়ছেন।

তবে গত ১০ ডিসেম্বর নিজের ফেসবুক পেজে তৃণমূলের রিপোর্ট কার্ড সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছিলেন বনশ্রী মাইতি। তাতে তৃণমূলের গত ১০ বছরের উন্নয়নের কথা উল্লেখ করেছিলেন তিনি। তার এক সপ্তাহ পরেই ১৮০ ডিগ্রি ঘুরে তৃণমূল ছাড়লেন বনশ্রী। সূত্রের খবর, শনিবার মেদিনীপুরে অমিত শাহয়ের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনিও বিজেপিতে যোগ দিতে পারেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।