Friday, July 18, 2025
দেশ

চিনকে রুখতে ভারতীয় পাইলটের বিশেষ প্রশিক্ষণ দেবে আমেরিকা

নয়াদিল্লি: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার আক্রমণে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর ভারত ও চিনের মধ্যে তুমুল উত্তেজনা অব্যাহত। এই পরিস্থিতিতে চিনের আগ্রাসন মোকাবিলায় ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। ইউরোপ থেকে সেনা সরিয়ে এশিয়ায় মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

চিন আগ্রাসন চালাচ্ছে এশিয়া মহাদেশের প্রায় সমস্ত দেশ। ক্রমবর্ধমান চিনের এই আগ্রাসনের জেরে আমেরিকার সঙ্গে সম্পর্ক মজবুত করেছে ভারত। যার জেরে এবার প্রথা ভেঙে ভারতীয় পাইলটদের প্রশিক্ষণ দেবে আমেরিকা। চিনের বিরুদ্ধে গোপন এক চক্রব্যূহ তৈরি করতে চাইছে ভারত ও আমেরিকা।

জানা গিয়েছে, চিনকে রুখতে গত বৃহস্পতিবার ‘National Defense Authorization Act 2021’ নামে একটি বিল সেনেটে পেশ করেছে ট্রাম্প প্রশাসন। যা আইনে পরিণত হলে, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণ দিতে পারবে আমেরিকা।

এছাড়া সম্প্রতি সিঙ্গাপুরের সঙ্গেও একটি প্রতিরক্ষামূলক চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকা। যার ফলে সিঙ্গাপুরের পাইলটদের প্রশিক্ষণ দিতে পারবে আমেরিকা। বিশেষজ্ঞদের মতে, ঠিক এভাবেই এশিয়ার দেশ গুলিকে একত্রিত করে চিনের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট তৈরি করতে সক্ষম হবে আমেরিকা। ভারত, জাপান, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়াকে দিয়ে সামরিক বলয় তৈরি করতে চাইছে আমেরিকা।