Saturday, September 23, 2023
আন্তর্জাতিক

মার্কিন বিমান হামলায় দুই রুশ সেনা নিহত

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় কমপক্ষে দুই রুশ সেনা নিহত হয়েছে। গত সপ্তাহে এসব হামলা চালানো হয়। সিরীয় বাহিনী সমর্থিত একটি বেসরকারি সেনা সংস্থা থেকে ওই যোদ্ধাদের আনা হয়েছিল।

রাশিয়ার তরফ থেকে ওই যোদ্ধাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে মার্কিন গণমাধ্যমের খবরেই প্রথম রুশ সেনাদের নিহত হওয়ার বিষয়টি প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহে তাদের বিমান হামলায় একশোর বেশি যোদ্ধা নিহত হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, দেইর আল জোর প্রদেশের খুরসাম এলাকায় কয়েকশ’ আসাদ সমর্থিত যোদ্ধা মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সদস্যদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। তারা ফুরাত নদী পার হয়ে এসডিএফ-এর ঘাঁটিতে এ হামলা চালায়। জবাবে মার্কিন বাহিনী বিমান ও গোলা হামলা চালায়।