‘আমার প্রিয় বন্ধু মোদী’, সবরমতী আশ্রমের ভিজিটার্স বুকে লিখলেন ট্রাম্প
আমেদাবাদ: এবারই প্রথমবার ভারত সফরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’দিনের সফরে সোমবার দুপুরে আমেদাবাদের সবরমতী আশ্রমে যান ট্রাম্প। সবরমতী আশ্রমের ভিজিটার্স বুকে নিজের মতামত জানান ডোনাল্ড ট্রাম্প। তাতে শুধুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা।
গান্ধীজির স্মৃতি বুকে আগলে রাখা সবরমতী আশ্রমে গেলেন অথচ তাঁর সম্পর্কেই কিছু লিখলেন না মতামত জানানোর খাতায়। গান্ধীজির কোনও উল্লেখ না করে মন্তব্য খাতায় মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, এই অসাধারণ আয়োজনের জন্য আমার প্রিয় বন্ধু মোদীকে ধন্যবাদ জানাই।
Gujarat: US President Donald Trump writes a message in the visitors’ book at the Sabarmati Ashram, ‘To my great friend Prime Minister Modi…Thank You, Wonderful Visit!’ pic.twitter.com/mxpJbSMg4W
— ANI (@ANI) February 24, 2020
আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে সবরমতী আশ্রম পর্যন্ত ৮ কিলোমিটার পথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে অভ্যর্থনা জানানো হয়। সবরমতী আশ্রমটি তাঁদের ঘুরিয়ে দেখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই আশ্রমে থাকা মহাত্মা গান্ধীর একটি ছবিতে সস্ত্রীক মালা দেন ডোনাল্ড ট্রাম্প। কিভাবে চরকায় সুতো কাটতে হয় তা ট্রাম্পকে দেখান মোদী।
প্রসঙ্গত, ২০১০ সালে ভারত সফরে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই সময় তিনিও সবরমতী আশ্রমে যান। আশ্রম পরিদর্শনের পর ভিজিটার্স বুকে বারাক ওবামা লেখেন, গান্ধীজির জীবনের এই অধ্যায়টি দেখার সুযোগ হওয়ায় আমি আশাবাদ ও অনুপ্রেরণায় পূর্ণ হয়েছি। তিনি যে শুধু ভারতের কাছে একজন নায়ক ছিলেন তা নয়, গোটা বিশ্বের কাছে তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব, একজন নায়ক।