ফেব্রুয়ারিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
নয়াদিল্লি: ফেব্রুয়ারি মাসেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের প্রথম ভারত সফর নিয়ে ভারত ও আমেরিকার প্রশাসনিক স্তরে আলোচনা চলেছে। ট্রাম্পের ভারত সফর ঘিরে সাজো-সাজো রব পড়ে গেছে প্রশাসনের শীর্ষ পর্যায়ে। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ ভারতে আসতে পারেন ট্রাম্প।
২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারতে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালে প্রজাতন্ত্র দিবসেও ট্রাম্পকে প্রধান অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু, ব্যস্ততা থেকে সময় বের করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকায়। দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে লড়বেন ডোনাল্ড ট্রাম্প। ফলে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। সে কারণেই ফেব্রুয়ারি মাসে ভারত সফর করে ফেলতে চাইছেন তিনি।
ভারত- আমেরিকার মধ্যে বাণিজ্য সম্পর্ক যথেষ্ট মজবুত। ট্রাম্প ভারত সফরে এলে বাণিজ্য বিষয়ে বেশ কিছু আলোচনা ফলপ্রসূ হতে পারে। ট্রাম্পের আগে ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিন্টন ও জর্জ বুশ।
ওবামা ভারত সফর করেছেন ২ বার। প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আসেন ২০১০ ও ২০১৫ সালে। মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ভারতে এসেছিলেন ২০০০ সালের মার্চ মাসে। জর্জ বুশ ভারতে আসেন ২০০৬ সালে।