লাদেন পুত্রের সন্ধান দিলেই পুরস্কার এক মিলিয়ন ডলার
ওয়াশিংটন: জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে ও উত্তরাধিকারী হামজা বিন লাদেনের খোঁজ দিতে পারলে আমেরিকা দেবে দশ লক্ষ মার্কিন ডলার। হোয়াইট হাউসের তরফে বৃহস্পতিবার একথা জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হামজার বিষয়ে কেউ তথ্য দিতে পারলে তাঁকে ১০ লাখ ডলার পুরস্কার প্রদান করা হবে।
আমেরিকার মতে, ওসামা বিন লাদেনের মৃত্যুর পর সন্ত্রাসের নতুন মুখ হয়ে উঠেছে তার পুত্র। আর এখন তার লক্ষ্য আমেরিকাকে রক্তাক্ত করা। আর তাই হামজা বিন লাদেনকে অনেকেই সন্ত্রাসের রাজপুত্র বলে থাকেন।
US offers $1 million reward to find Osama bin Laden’s son
Read @ANI story | https://t.co/SCfSVb2vwX pic.twitter.com/LDqtq0KoYY
— ANI Digital (@ani_digital) 1 March 2019
হামজা বিন লাদেন কোথায় আছে তা নিয়ে জল্পনার শেষ নেই। একটা সময় মনে করা হত, ইরানে নিজের মায়ের সঙ্গে থাকে হামজা। তখনই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে। তবে বছর খানেক আগে ইংল্যান্ডের একটি পত্রিকাকে হামজার এক আত্মীয় জানান, সে হয়ত আফগানিস্তানে আছে। সেখান থেকে আরও জানা যায় হামজার সঙ্গে মহম্মদ আট্টার মেয়ের বিয়ে হয়েছে। ২০০১ সালে আট্টার নাম জেনেছিল গোটা পৃথিবী। ১১ সেপ্টম্বরের হামলার অন্যতম বিমান ছিনতাইকারী এই আট্টা।
প্রসঙ্গত, ওসামা বিন লাদেন ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন আস্তানায় মার্কিন নৌবাহিনীর এক কমান্ডো অভিযানে নিহত হন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার দায় স্বীকার করেছিল আল–কায়েদা। ওই ঘটনায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়।