Saturday, June 21, 2025
Latestদেশ

ইসলামিক সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধ ভারত-আমেরিকা: ডোনাল্ড ট্রাম্প

আহমেদাবাদ: সোমবার দু’দিনের ভারত সফরে এসে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন আহমেদাবাদের মোতেরায় ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প বলেন, যে দেশ ইসলামিক সন্ত্রাসবাদকে মদত দেবে, তাদের কঠোর শাস্তি পেতে হবে। সন্ত্রাস রুখতে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা করেছি। পাকিস্তানের বিরুদ্ধে আমরা পদক্ষেপও নিয়েছি।

ট্রাম্প বলেন, পাকিস্তানকে সন্ত্রাস দমনে কড়া ব্যবস্থা নিতেই হবে। উপমহাদেশে সন্ত্রাস দমনে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে কাজ করবে। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। সব দেশেরই অধিকার রয়েছে নিজের দেশের সীমান্ত সুরক্ষিত রাখার। ভারত ও আমেরিকা সন্ত্রাস নিয়ে প্রায়শই মত বিনিময় করে। দুই দেশ আগামী দিনেও একসঙ্গে সন্ত্রাস দমনে একত্রে কাজ করবে।


মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসলামিক সন্ত্রাসবাদ রুখতে ভারত ও আমেরিকা ঐক্যবদ্ধ ও বদ্ধপরিকর। উপমহাদেশে শান্তি স্থাপনে ভারতকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, সীমান্ত দিয়ে পাকিস্তান জঙ্গিদের ভারতে ঢুকতে মদত দিচ্ছে। যা রুখতে আমরা যৌথভাবে কাজ করছি।