রাফায়েলের পর এবার সাবমেরিন ধ্বংসকারী রোমিও হেলিকপ্টার কিনছে ভারত
নয়াদিল্লি: ভারত সফরে এসে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে দাঁড়িয়ে ভারতের সঙ্গে হাইপ্রোফাইল প্রতিরক্ষা চুক্তির কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাইপ্রোফাইল এই চুক্তি অনুযায়ী আমেরিকার কাছ থেকে ২৪টি এমএইচ ৬০আর (রোমিও) হেলিকপ্টার কিনছে ভারত।
বুধবারই ভারতীয় বায়ুসেনার হাতে এসেছে ৩৬টি রাফায়েলের প্রথম দফায় ৫টি যুদ্ধবিমান। যার ফলে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বেড়েছে বহুগুণ। এবার শত্রু পক্ষের ঘুম ওড়াতে সামরিক ভাবে আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌসেনা। ২৬০ কোটি ডলার খরচ করে মার্কিন সংস্থা লকহিড মার্টিনের (Lockheed Martin) তৈরি ২৪টি রোমিও হেলিকপ্টার কিনছে ভারত।
সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রুপক্ষের সাবমেরিনের উপর নজরদারি চালাতে নৌসেনায় অন্যতম অস্ত্র হবে এই হেলিকপ্টার। জলের নীচে সাবমেরিন খুঁজে বের করতে পারবে রোমিও। এই কাজের জন্য বর্তমানে রাশিয়ার তৈরি কামভ কপ্টার রয়েছে ভারতীয় নৌসেনার কাছে। ব্রিটিশদের তৈরি বৃদ্ধ সি-কিংয়ের জায়গা নেবে রোমিও।
যুদ্ধজাহাজের ডেকে অত্যাধুনিক হেলিকপ্টার রোমিও রাখা হবে। মার্কিন নৌসেনায় ব্যবহৃত এই কপ্টারকে নৌক্ষেত্রে বিশ্বের সেরা হিসেবে বিবেচনা করা হয়। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রুপক্ষের সাবমেরিনকে আকাশ থেকেই চিহ্নিত করতে পারবে রোমিও। একইসঙ্গে সমুদ্রে নজরদারি ও হামলা চালাতে সক্ষম এটি। জলের তলার সাবমেরিন খুঁজে বের করতে র্যাডার ও সেন্সর ব্যবহার করে রোমিও হেলিকপ্টার। শত্রু সাবমেরিনকে ধ্বংঢ় করতে রয়েছে এমকে ৫৪ টর্পেডো (MK 54 Torpedo)।