Monday, March 17, 2025
আন্তর্জাতিক

ফের জোর ধাক্কা খেল পাকিস্তান, আর্থিক অনুদানে কাঁটছাঁট করল আমেরিকা

ওয়াশিংটন: চলতি বছরের জুলাই মাসেই আমেরিকা সফরে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেও চিড়ে ভিজল না। এবার মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধাক্কা দিল ঋণে জর্জরিত পাকিস্তানকে। পাকিস্তানের অর্থনৈতিক সংকট এখন চরমে। এই পরিস্থিতিতে আর্থিক অনুদানে কাটছাঁট করা যে পাকিস্তানের কাছে একটা বড়সড় ধাক্কা সেকথা বলাই যায়।

পাকিস্তানকে দেওয়া আর্থিক অনুদান থেকে ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার কমিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতি বছর পাকিস্তান আর্থিক অনুদান বাবদ পাবে ৪.১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩১,০০০ কোটি টাকা।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১ বিলিয়ন মার্কিন ডলার এবং গতবছরের সেপ্টেম্বরে সন্ত্রাসদমনে ব্যর্থ হওয়ায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহযোগিতা কাটছাঁট করেছিল পেন্টাগন।

গত জুলাই মাসে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইমরান খান। তবে ট্রাম্পের দেশে প্রথাগত সম্মান পাননি পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ওই সফরের তিন সপ্তাহ আগেই অনুদানের পরিমাণ কমিয়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছিল পাক প্রধানমন্ত্রীকে।

বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট বলেছিলেন, পাকিস্তানকে আর্থিক সহযোগিতা করলেও পাকিস্তান আমাদের জন্য কিছুই করেনি। বরং আমাদের বিরুদ্ধে কাজ করছে তারা। তাই আর্থিক সাহায্য কমিয়ে দিয়েছি।

মার্কিন বিদেশ সচিব জেমস ম্যাটিস ও অন্যান্য আধিকারিকরা মনে করেন, সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান।