Monday, June 16, 2025
Latestদেশ

ভারতের কাছে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম বিক্রি করছে আমেরিকা

ওয়াশিংটন: আগামী ২৪- ২৫ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে ভারতকে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম (IADWS) বিক্রি করার বিষয়টি নিশ্চিত করল আমেরিকার স্বরাষ্ট্র দফতর। ভারতের কাছে ১.৮৬৭ বিলিয়ন ডলার মূল্যের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম বিক্রি করছে আমেরিকা।

সোমবার ট্রাম্প সরকার সে দেশের প্রতিরক্ষা নিরাপত্তা সহায়ক সংস্থাকে ভারতকে IADWS বিক্রি করার নির্দেশ দিয়েছে। ট্রাম্প সরকার বিবৃতিতে জানিয়েছে, ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম (IADWS)-এর মোট খরচ ১.৮৬৭ বিলিয়ন ডলার।


জানা গিয়েছে, ভারত IADWS ব্যবস্থায় পাঁচটি AN/MPQ-64Fl রাডার সিস্টেম, ১১৮টি অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল, ৩টি AMRAAM গাইডেন্স সেকশন, ৪টি AMRAAM কন্ট্রোল সেকশন এবং ১৩৪টি স্টিংগার এফআইএম-৯২এল ক্ষেপণাস্ত্রের বরাত দিয়েছিল।

আমেরিকার প্রতিরক্ষা নিরাপত্তা সহায়ক সংস্থা DSCA এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তি ভারত-আমেরিকার কৌশলগত সম্পর্ককে দৃঢ়তর করতে সাহায্য করবে। ভারতীয় সেনাবাহিনীকে মজবুততর করতে এবং বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধি করতে এই সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।