Monday, March 24, 2025
Latestআন্তর্জাতিক

চিনে আটক মুসলিমদের নিয়ে চুপ কেন, ইমরান খানকে তিরস্কার করল মার্কিন যুক্তরাষ্ট্র

নিউ ইয়র্ক: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। ৩৭০ ধারা বাতিলের পর থেকে গত দুই মাস ধরে পাকিস্তান সরকার কাশ্মীরে মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে মিথ্যা বক্তব্য দিচ্ছে। শুক্রবার মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মন্ত্রী অ্যালিস জি ওয়েলস বলেছেন, চিনে মুসলিমদের পরিস্থিতি আরও খারাপ। তাদের রাখা হচ্ছে ইন্টার্নমেন্ট ক্যাম্পে। তবে পাকিস্তান এ বিষয়ে কোনও কথা বলছে না কেন?

ওয়েলস বলেন, পাকিস্তানের কাছে তাদের এই বিষয়টি নিয়ে আরও উদ্বেগ প্রকাশ করা উচিত, কারণ সেখানে মানবাধিকার লঙ্ঘন বেশি রয়েছে। ওয়েলস বলেন, কাশ্মীর ইস্যুতে ইমরান খান এত উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু চিন নিয়ে তিনি নীরব কেন? তিনি বলেন, আমি ওই একই রকমের সচেতনতা দেখতে চাই পশ্চিম আটক সংখ্যালঘু মুসলিমদের ব্যাপারেও। তাদের ওখানে বন্দি করে রাখা হয়েছে।

ওয়েলস আরও বলেন, ট্রাম্প প্রশাসন রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেমব্লিতে চিন সরকার কর্তৃক পরিচালিত ইন্টার্নমেন্ট ক্যাম্পের কথা উত্থাপন করেছে। এ জাতীয় পরিস্থিতি পুরো চিন জুড়েই রয়েছে।

মুসলিমদের মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেনন, অত্যন্ত বেশি পরিমাণে লঙ্ঘিত হচ্ছে চিনে আটক তুর্কিভাষী মুসলিমদের ক্ষেত্রে। প্রসঙ্গত, চিন পাকিস্তানের কূটনৈতিক ও অর্থনৈতিক সঙ্গী।