মুম্বাই উত্তর থেকেই লড়বেন কংগ্রেস প্রার্থী ঊর্মিলা মাতণ্ডকর
মুম্বাই: জল্পনাই সত্যি করে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর সদ্য কংগ্রেসে যোগ দিয়েছেন। শুক্রবার কংগ্রেসের তরফে জানানো হয়েছে, মুম্বাই উত্তর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ঊর্মিলা। গোপাল শেট্টির বিরুদ্ধে তিনি লড়বেন বলে খবর।
গত বুধবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে তাঁর বাসভবনে দেখা করার পরে কংগ্রেসে যোগ দেন ঊর্মিলা। এরপর শোনা যায় যে, মুম্বাই উত্তর কেন্দ্র থেকেই তিনি নির্বাচনে দাঁড়াবেন।
ঊর্মিলার কংগ্রেসে যোগ দেওয়ার পর দলের প্রধান মুখপাত্র রণদীপ সুরেজওয়ালা জানান, দলের ভাবধারা ও নীতি প্রচার করার কাজ করবেন ঊর্মিলা মাতণ্ডকর।
বলিউড অভিনেত্রী মাতন্ডকর বলেন, কংগ্রেসের আদর্শে বিশ্বাস করি বলেই রাজনীতিতে এসেছি। শুধু নির্বাচনে লড়ব বলেই দলে যোগ দিইনি। আমি এখানে পাকাপাকি ভাবে থাকতেই এসেছি।