Tuesday, June 24, 2025
রাজ্য​

UPSC-র সিভিল সার্ভিসে প্রথম ২০ জনের তালিকায় বাংলার দুই কৃতী

কলকাতা: মঙ্গলবার প্রকাশিত হল সিভিল সার্ভিস পরীক্ষা ২০১৯-এর ফলাফল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) কর্তৃক এদিন এই ফল প্রকাশ করা হয়। এবছর মোট ৮২৯ জন পরীক্ষার্থী বিভিন্ন সিভিল সার্ভিসে নির্বাচিত হয়েছেন। তালিকায় প্রথম ২০ তে জায়গা করে নিলেন বাংলার রৌনক আগরওয়াল ও নেহা বন্দ্যোপাধ্যায়। ১৩ নম্বর স্থানে রয়েছেন রৌনক আগরওয়াল ও ২০ নম্বর স্থানে আছেন নেহা বন্দ্যোপাধ্যায়।

প্রথম স্থান অধিকার করেছেন হিমাচলের প্রদীপ সিং। দ্বিতীয় স্থান দখল করেছেন যতীন কিশোর। তৃতীয় স্থানাধিকারী এবং মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম প্রতিভা ভার্মা। প্রথম দশের তালিকায় রয়েছেন তিনজন মেয়ে৷

নির্বাচিত ৮২৯ জন পরীক্ষার্থীদের মধ্যে ৩০৪ জন জেনারেল ক্যাটাগরির৷ ৭৮ জন অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণির সদস্য৷ ২৫১ জন অন্যান্য অনগ্রসর শ্রণি বা ওবিসি প্রার্থী৷ এছাড়াও রয়েছেন ১২৯ জন তফশিলি জাতি ও ৬৭ জন তফশিলি উপজাতির প্রার্থী৷ এছাড়াও ১৮২ জনের রিজার্ভ তালিকাও প্রকাশ করেছে UPSC৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবংশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় UPSC সিভিল সার্ভিস পরীক্ষা ২০১৯ এ উত্তীর্ণ সকল প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন। আর যাঁরা এ বছর সফল হতে পারেননি তাঁদের দমে না গিয়ে আরও উদ্যমী হওয়ার কথা বলেছেন।