Saturday, June 21, 2025
Latestদেশ

উত্তরপ্রদেশে হিংসায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে যোগী প্রশাসন

লখনউ: এনআরসি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে তিনদিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক শিশুও রয়েছে। উত্তরপ্রদেশের ২৫টি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ইতিমধ্যেই হিংসায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করে দিয়েছে যোগী আদিত্যনাথের প্রশাসন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রাজ্যে যারা হিংসা ছড়িয়েছে ,তাদের সনাক্ত করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত নাগরিকত্ব আইনের প্রতিবাদে হিংসায় অভিযুক্ত ৭০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ধৃতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাফ জানিয়েছিলেন, যারা অশান্তি ছড়িয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তি বিক্রি করে যে টাকা হবে, তা দিয়েই সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ মিটিয়ে নেওয়া হবে।

সরকারী হিসেব মতে, উত্তরপ্রদেশে একের পর এক হিংসায় ২০ টি মটরসাইকেল, ১০ টি গাড়ি, ৩ টি বাস, ৪ টি মিডিয়া ওবি ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে।

নাগরিকত্ব আইনের সমর্থনে যোগী আদিত্যনাথ এক বিবৃতিতে বলেছেন, নাগরিকত্ব আইন ভারতের প্রতিটি নাগরিককে নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে। তিনি বলেন, আইন নিজের হাতে নেওয়া উচিত নয়। এবং অন্য কাউকে ভুলপথে চালিত করাও অনুচিত। মুখ্যমন্ত্রী বলেন, মোদী সরকার কারও প্রতি অবিচার করে না।