এবার মিড ডে মিলে নুন-রুটি, সাসপেন্ড স্কুলের প্রধান শিক্ষক
লখনউ: দিন কয়েক আগে হুগলির চুঁচুড়ার বাণী মন্দির স্কুলের মিড-ডি মিলে পড়ুয়াদের নুন-ভাত খাওয়ানো নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল উত্তরপ্রদেশে।
মিড-ডে মিলে পড়ুয়ারা পাচ্ছে রুটি আর একটু নুন। তা দিয়ে বসে খাচ্ছে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে বসে মিড ডে মিলে রুটি ও নুন খাচ্ছে ১০০ স্কুল পড়ুয়া। উত্তরপ্রদেশের মির্জাপুরের স্কুলের এই ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ নিয়েছে যোগী সরকার।
মির্জাপুরের জেলাশাসক অনুরাগ পটেল এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে বলেন, শিক্ষক ও সুপারভাইজরি স্টাফদের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক ও বেশ কয়েকজন কর্মচারীকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে এডুকেশন অফিসারকেও।
উত্তরপ্রদেশের মিড ডে মিল কর্তৃপক্ষের ওয়েবসাইটের মিড ডে মিলের তালিকায় রয়েছে, ভাত, রুটি এবং সবজি। ফল ও দুধ দেওয়ার কথাও বলা হয়েছে। তবে সব খাবার মিলছে না বলে অভিযোগ পড়ুয়াদের পরিবারের। তাঁদের অভিযোগ, কোনও দিন দেওয়া হয় রুটি ও নুন। আবার কোনও দিন দেওয়া হয় ভাত ও নুন। দুধ মাঝেমধ্যে দেওয়া হলেও ডিম বা কলা বছরে একবারও দেওয়া হয়নি বলে অভিযোগ।