Friday, June 20, 2025
Latestদেশ

উত্তরপ্রদেশে কার্যকর নাগরিকত্ব সংশোধনী আইন, ৪০ হাজার শরণার্থী চিহ্নিত

লখনউ: নাগরিকত্ব সংশোধনী আইনকে (CAA) কেন্দ্র দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছেই। এরমধ্যেই উত্তরপ্রদেশে শুরু হল সিএএ লাগু করার প্রক্রিয়া। যোগী রাজ্যের ১৯টি জেলার শরণার্থীদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। উল্লেখ্য, বিজেপি শাসিত উত্তরপ্রদেশই সবার প্রথমে কার্যকর করল সিএএ।

প্রায় ৪০ হাজার অমুসলিম শরণার্থীকে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ পিলিভিত জেলারই। পিলিভিট জেলাটি উত্তরাখণ্ড সংলগ্ন এবং নেপাল সীমান্তবর্তী এলাকা। সম্প্রতি যোগী সরকার একটি রিপোর্ট জারি করেছে। যার নাম ‘উত্তরপ্রদেশে আসা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের শরণার্থীদের জীবন গাঁথা’। এর পরেই শুরু হল শরণার্থীদের তালিকা তৈরি করার কাজ।

উত্তরপ্রদেশের মোট ১৯টি জেলায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন শরণার্থীরা। জেলাগুলি হল- আগ্রা, রায়বরেলি, সাহারানপুর, গোরখপুর, আলিগড়, রামপুর, মুজফফরপুর, হাপুর, মথুরা, কানপুর, প্রতাপগড়, বারাণসী, আমেঠি, ঝাঁসি, বাহরিচ, লাখিমপুর খেরি, লখনউ, মেরঠ এবং পিলবিট।

উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী শ্রীকান্ত শর্মা জানিয়েছেন, শরণার্থীদের তালিকা তৈরির প্রক্রিয়া চলতে থাকবে। রাজ্যের সব জেলা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এই তালিকা আপডেট করার জন্য।