Thursday, June 19, 2025
Latestদেশ

অযোধ্যায় ‘দীপোৎসব’-এর জন্য ১৩৩ কোটি টাকা দিচ্ছে যোগী সরকার, জ্বালানো হবে ৫.৫১ লাখ মাটির প্রদীপ

নয়াদিল্লি: এবছর ২৬ অক্টোবর সাড়ে ৫ লাখেরও বেশি মাটির প্রদীপ জ্বালিয়ে দীপাবলিতে অযোধ্যাতে ‘দীপোৎসব’ পালন করা হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। ২৬ অক্টোবর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘দীপোৎসব’ অনুষ্ঠানের সূচনা করবেন বলে জানা গেছে।

উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, এবার থেকে ‘দীপোৎসব’ একটি সরকারি অনুষ্ঠান হিসেবেই পালিত হবে। এই উৎসব এবং এই অনুষ্ঠানের পুরো ব্যয় বহন করবে রাজ্য সরকার। রাজ্যের মন্ত্রিসভা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আগে, উত্তরপ্রদেশের পর্যটন বিভাগ অযোধ্যায় ‘দীপোৎসব’ পালনের জন্য নিজস্ব বাজেট থেকে তহবিল ব্যয় করত। কিন্তু এবার রাজ্য সরকার জেলা প্রশাসনের মাধ্যমে এই অনুষ্ঠানের পুরো ব্যয় মেটাবে।

উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র শ্রীকান্ত শর্মা বলেন, গত দুই বছর ধরে উত্তরপ্রদেশের পর্যটন বিভাগ এই ‘দীপোৎসব’ আয়োজন করে আসছে। তবে এখন থেকে এই অনুষ্ঠানের খরচ রাজ্য সরকার বহন করবে। তিনি বলেন, রাজ্য সরকার চলতি বছরের দীপোৎসবের জন্য ১৩৩ কোটি টাকা মঞ্জুর করেছে। দীপোৎসবে ৫.৫১ লাখের বেশি মাটির প্রদীপ জ্বালানো হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, গতবছর অযোধ্যাতে দীপাবলি উদযাপনের জন্য সরযূ নদীর তীরে তিন লাখের বেশি মাটির প্রদীপ জ্বালিয়ে এবং কমপক্ষে ৪৫ মিনিট জ্বালিয়ে রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছিল।