Thursday, September 19, 2024
দেশ

অযোধ্যায় এবার নিষিদ্ধ হতে চলেছে মদ ও মাংস

লখনউ: ফৈজাবাদের নাম বদলে করে অযোধ্যা করা হয়েছে। ভগবান রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা জেলায় মদ ও মাংস নিষিদ্ধ করতে চলেছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার ৷ রাজ্য সরকারের মুখপাত্র শ্রীকান্ত শর্মা রবিবার জানিয়েছেন, নাম বদলের পর গোটা জেলায় মদ ও মাংসে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে তাঁদের মূল লক্ষ্য।

রবিবার শ্রীকান্ত শর্মা জানিয়েছেন, আইনি পথেই অযোধ্যায় মদ ও মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করবে যোগী সরকার। ইতোমধ্যে অযোধ্যা পুরবোর্ডের অধীনে যে সব অঞ্চল রয়েছে, সর্বত্র মদ ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়ে গিয়েছে। দাবি উঠেছে গোটা জেলাতেই তা নিষিদ্ধ করার।

স্থানীয় হিন্দু সন্ন্যাসীরা সরকারের কাছে এই দাবি জানিয়েছে। আচার্য সত্যেন্দ্র দাসের মতে, অযোধ্যা শতাব্দী প্রাচীন পবিত্র শহর। এমন এক জায়গায় মদ ও মাংস বিক্রি করা উচিৎ নয়। মদ ও মাংস বিক্রি নিষিদ্ধ হলে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন হবে।  তাঁরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। শহরের পবিত্রতা বজায় থাকবে। গোটা রাজ্যেই নিষেধাজ্ঞা জারি করা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।

রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে অযোধ্যার বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা জানিয়েছেন, মদ ও মাংস বিক্রি নিয়ে গোটা অঞ্চলের বহু সাধুর মনেই ক্ষোভ ছিল। উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য বিশ্ব হিন্দু পরিষদ কেন্দ্রের উপর জোর দিচ্ছে। ২৫ নভেম্বর স্থানীয় সাধুদের নিয়ে শক্তি প্রদর্শন করতে চলেছে তাঁরা।