Monday, March 24, 2025
আন্তর্জাতিক

কাশ্মীর নিয়ে হস্তক্ষেপের পাক দাবি খারিজ করল রাষ্ট্রপুঞ্জ

নিউইয়র্ক: গত সোমবারই সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যটিকে ভাগ করে জম্মু-কাশ্মীর এবং লাদাখ- দু’টো কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। এরপর কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষপ চাইলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আর তার পরেই শিমলা চুক্তির কথা মনে করিয়ে দিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেজ।

দুই প্রতিবেশী দেশকে সর্বাধিক সংযম দেখানোরও আর্জি জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। কাশ্মীর যে দ্বিপাক্ষিক বিষয় তা-ই লেখা রয়েছে সিমলা চুক্তিতে।

৩৭০ ধারা বাতিলের পর ইমরান খান বলেছিলেন, কাশ্মীরিদের উপর মোদী সরকারের সেনাবাহিনীর অত্যাচার রুখতে এগিয়ে আসা উচিত আন্তর্জাতিক মহলের। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীর নিয়ে জাতির উদ্দেশে ভাষণের কয়েক ঘণ্টা পরই ইমরান খান বলেছেন, কারফিউ তুলে নেওয়ার পর কাশ্মীর ও কাশ্মীরিদের সঙ্গে কী করা হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে গোটা দুনিয়া।

সম্প্রতি ৩৭০ ধারা বাতিল করে ভারত নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে, এই মর্মে চিঠি লিখেছিলেন পাক-বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী। এরপর পাকিস্তানের দূত মালিহা লোধি কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপের দাবি প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্র বিবৃতি দিয়ে বলেছেন, ১৯৭২ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক ‘সিমলা চুক্তি’ অনুযায়ী জম্মু-কাশ্মীর সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত শান্তিপূর্ণ ভাবে নিতে হবে। তাই কাশ্মীর নিয়ে চরম পদক্ষেপ নেওয়া থেকে দুই দেশকেই বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।