৩৭০ ধারা বাতিল ইস্যুতে এবার নিরাপত্তা পরিষদে মুখ পুড়ল পাকিস্তানের
ওয়ার্শ: ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলে (UNSC) ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে মুখ পুড়ল পাকিস্তানের। নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্সি যে দেশের হাতে রয়েছে, সেই পোল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাশ্মীর ইস্যু দ্বিপাক্ষিকভাবে নয়াদিল্লি ও ইসলামাবাদকেই সমাধান করতে হবে।
ভারত-পাক উত্তেজনার মধ্যে এই প্রথম মুখ খুলল পোল্যান্ড। সেদেশের ভারতীয় রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোস্কি জানিয়েছেন, এই সমস্যা দুই দেশকেই সমাধান করতে হবে।
৩৭০ ধারা বাতিলের পরপরই অভিযোগ জানাতে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান। ইমরান খান ভেবেছিলেন হয়ত রাষ্ট্রপুঞ্জ অথবা আন্তর্জাতিক সংগঠনগুলি ভারতের বিরোধিতায় গলা চড়াবে। তবে বাস্তবে তাদের পক্ষে কেউ নেই।
১৯৭২ সালের সিমলা চুক্তি ও ১৯৯৯ সালের লাহোর চুক্তি অনুয়ায়ী কাশ্মীর ভারত ও পাকিস্তানের দুই দেশের অভ্যন্তরীণ বিষয়। ফলে পাকিস্তান যতই ভারতকে জব্দ করতে আন্তর্জাতিক মহলে অভিযোগ জানান না কেন কোনো লাভ নেই। সেটা ফের আরো একবার ইমরান খান হাড়েহাড়ে টের পেলেন।