Sunday, June 22, 2025
Latestদেশ

এক সপ্তাহের মধ্যে দোষীদের ফাঁসি দিন অথবা গুলি করে হত্যা করুন: উন্নাওয়ের ধর্ষিতার বাবা

লখনউ: হায়দরাবাদে ২৬ বছরের পশু চিকিৎসককে ধর্ষণের পরে নিশংসভাবে পুড়িয়ে খুন এবং অভিযুক্তদের পুলিশি এনকাউন্টারের রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের উন্নাও কাণ্ড ফের একবার ধাক্কা দিল মানবিক সমাজকে। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে উন্নাওয়ের ২৩ বছর বয়সী এক তরুণীকে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে ধর্ষণের দায়ে অভিযুক্ত ২ ব্যক্তি সহ মোট ৫ দুষ্কৃতী।

আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে সফদরজং হাসপাতালে মৃত্যু হয়  নির্যাতিতার। সদ্য নিজের মেয়েকে হারানো তরুণীর বাবার স্পষ্ট বার্তা, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

উন্নাওয়ের নিগৃহীতার বাবা বলেন, আমি সরকার ও কর্তৃপক্ষের কাছ আমি এটাই চাই আমার মেয়েকে যারা পুড়িয়ে মেরেছে তাদের এক সপ্তাহের মধ্যে ফাঁসিতে ঝোলানো হোক অথবা তাদের ঠিক হায়দরাবাদের এনকাউন্টারের মতো গুলি করে হত্যা করা হোক।

নিগৃহীতার বাবা বলেন, হায়দরাবাদ গণধর্ষণ ও হত্যায় অভিযুক্ত ৪ অভিযুক্তের পুলিশ এনকাউন্টারে খতম করেছে, ঠিক সেইভাবেই মৃত্যু হোক তাঁর মেয়েকে যাঁরা ধর্ষণ ও পুড়িয়ে হত্যা করেছে।

নির্যাতিতার ভাই বলেন, বোন তাঁকে বলেছিলেন, আমাকে বাঁচাও, আমি দোষীদের ফাঁসি দেখতে চাই। আমি বলেছিলাম আমরা ওকে বাঁচাব। কিন্তু আমরা তা করতে পারিনি। আমার বোন আর নেই এবং আমিও চাই ওই ৫ দোষীদের আর বাঁচা উচিত নয়। এটাই আমরা আশা করি।