লড়াই শেষ, হাসপাতালে মৃত্যু হল উন্নাওয়ের দগ্ধ নিগৃহীতার
নয়াদিল্লি: হায়দরাবাদে এনকাউন্টারে যেদিন ৪ ধর্ষকদের খতম করা হল, সেদিনই লড়াই থেমে গেল উন্নাওয়ের গণধর্ষণের ঘটনায় নিগৃহীতার। শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে মৃত্যু হয় তাঁর।
গত বছর ডিসেম্বরে দুই যুবক ওই তরুণীকে গণধর্ষণ করে। অভিযোগ, পুলিশ মাস তিনেক অভিযোগ নেয়নি। পরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। দিন দশেক আগে জামিন পায় এক অভিযুক্ত। অন্যজনকে পুলিশের খাতায় পলাতক দেখানো হয়েছিল।
গত বৃহস্পতিবার সকালে মামলার শুনানিতে হাজিরা দিতে যাওয়ার পথে নিগৃহীতাতে বাধা দেয় দুই অভিযুক্ত যুবক-সহ পাঁচজন। প্রথমে ওই তরুণীকে বেধড়ক মারধর করা হয়। পরে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
Delhi: Unnao rape victim who was set ablaze in Unnao and airlifted to Safdarjung Hospital yesterday, died at 11:40 pm. pic.twitter.com/DpRPxu5u4c
— ANI (@ANI) December 6, 2019
প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বলন্ত অবস্থায় সাহায্য চেয়ে প্রায় এক কিলোমিটার দৌড়ে যান ওই তরুণী। সেই অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে লখনউয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সুপার জানান, নিগৃহীতার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। এরপর তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে সেখানেই মৃত্যু হয় তাঁর।