অজয় দেবগণ ও টাবুর গান পোস্ট করে রবিবারকে স্বাগত জানালেন স্মৃতি ইরানি
নয়াদিল্লি: রবিবার মানেই ছুটির আমেজ। মজা, আড্ডা আর শুধুই গল্প! সারা সপ্তাহ কাজের পর আমরা এই দিনটার অপেক্ষাতেই থাকি। জমিয়ে খাওয়া, ঘুম আর আলসেমিতে দিনটা কাটানো। সানডে মানেই ‘ফান ডে’। তবে রবিবার মানেই সপ্তাহের শেষে একটা ছুটির দিন তা কেবল নয়। বরং তা যেন ব্যস্ততা থেকে পরবর্তী ব্যস্ততার দিকে যাওয়ার মাঝে এতটা স্বস্তিদায়ক হাইফেন। সেই কথাই নতুন করে মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
রবিবার তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলেন একটি মিম। অজয় দেবগণ ও টাবু অভিনীত ‘বিজয়পথ’ (১৯৯৪) ছবির একটি গানের এক ঝলকেই তিনি তুলে আনলেন আপামর জনসাধারণের রবিবাসরীয় সুখানুভূতিকে।
View this post on Instagram
Greeting the weekend be like … ❤ (a tribute from those working this weekend ?♀)
বিজয়পথ ছবির একটি গান ‘আইয়ে আপকা ইন্তেজার থা’-কেই দেখা গিয়েছে ওই মিমে। ওই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লেখেন, ছুটিকে স্বাগত জানানো উচিত এই ভাবে।
প্রসঙ্গত, ইনস্টাগ্রামে ৬.৫ লাখ ফলোয়ার রয়েছে স্মৃতি ইরানির। তিনি প্রায়ই মজাদার মিম, হাসির পোস্ট বা সুন্দর গল্প পোস্ট করেন।
কয়েক দিন আগে একটি মনছোঁয়া ভিডিও তিনি পোস্ট করেন তিনি। সেখানে তাঁর রাজস্থানের আইনজীবী ও মডেল নিশা যাদবকে দেখা গিয়েছিল। পোস্টটি দ্রুত ভাইরাল হয়। নেটিজেনরা পছন্দ করেছেন মিমটি। এক নেটিজেন জানান, আপনার রসবোধ অনবদ্য।