Tuesday, June 24, 2025
Latestদেশ

দেশাত্মবোধক গানের সঙ্গে তলোয়ার হাতে নাচলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, দেখুন ভিডিও

গান্ধীনগর: গুজরাট ও রাজস্থানের ঐতিহ্যবাহী নাচ ‘তলওয়ার রাস’-এ দুই হাতে দুই খোলা তলোয়ার নিয়ে মঞ্চে নৃত্য পরিবেশন করলেন কেন্দ্রীয় বস্ত্রশিল্প এবং নারী ও শিশুকল্যান মন্ত্রী স্মৃতি ইরানি। শুক্রবার গুজরাটের ভাবনগরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে ‘তলোয়ার রাস’ পরিবেশন করেন স্মৃতি ইরানি। দু’হাতে দুটো তলোয়ার নিয়ে তেজস্বিনী ভঙ্গিতে নৃত্যানুষ্ঠানে অংশ নেন তিনি।

সংবাদ সংস্থা এএনআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ‘তলওয়ার রাস’ অনুষ্ঠানে অংশ নিয়ে হাতে তলোয়ার নিয়ে নৃত্য পরিবেশনের সময় মঞ্চে ওই ঐতিহ্যবাহী নাচে অন্য যে সমস্ত নৃত্যশিল্পীরা অংশ নিচ্ছিলেন তাঁদের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করেন স্মৃতি ইরানি। শ্রী স্বামীনারায়ণ গুরুকুল আয়োজিত গুজরাটের ভাবনগরে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন স্মৃতি ইরানি। একটি দেশাত্মবোধক গানের সঙ্গে ‘তলওয়ার রাস’-এ নৃত্য পরিবেশন করেন তিনি।


প্রসঙ্গত, ‘তলোয়ার রাস’ হল এক ধরণের ঐতিহ্যবাহী নাচ যেখানে তলোয়ার হাতে নিয়ে ওই নৃত্য পরিবেশন করা হয়। এটি গুজরাট ও রাজস্থানের একটি ঐতিহ্যবাহী নাচ।