Sunday, June 22, 2025
Latestদেশ

পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে: নিত্যানন্দ রাই

পাটনা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা নিত্যানন্দ রাই বলেছেন, পাকিস্তান যদি ভারতের ওপর পারমাণবিক হামলা চালায় তবে আমরা পৃথিবী থেকে নয়, চাঁদ থেকে পরমাণু বোমা ফেলে পাকিস্তানকে ধ্বংস করে দেব। পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে। বিহারের সমস্তিপুরে এক নির্বাচনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে টার্গেট করে তিনি বলেন, রাহুল বলছেন যে, লোকেরা যখন কর্মসংস্থান চায়, তখন প্রধানমন্ত্রী তাদেরকে চাঁদ দেখান। রাহুলজি, আপনি নিশ্চয়ই চাঁদ দেখেননি। এদেশের দরিদ্ররা তাদের সন্তানদের চাঁদ মামাকে দেখিয়ে ঘুম পাড়ায়। নিত্যানন্দ রাই বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত চাঁদে পৌঁছেছে। কিন্তু আপনারা ৭০ বছর ধরে দারিদ্র্য দূরীকরণের স্লোগান দিয়েছিলেন। দারিদ্র্য দূর হয়েছে কী?

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল মোদী সরকারের এক বিপ্লবী ও ঐতিহাসিক সিদ্ধান্ত। কারণ ৩৭০ ধারা দেশের জন্য কলঙ্ক ছিল। এরফলে সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। সন্ত্রাসীরা নিহত হচ্ছে। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার গ্যারান্টি বেড়েছে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য দিনরাত কাজ করছেন। ন্যায়বিচারসহ দেশে দ্রুত উন্নয়ন হচ্ছে।

২০২২ সালের মধ্যে সকলকে পাকা বাড়ি দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দেশের কোনও ব্যক্তিই পাকা বাড়ি ছাড়া বাস করবেন না। প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর বিহারের সমস্তিপুর লোকসভা আসনসহ পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচন হবে। ভোটের ফল ঘোষণা হবে ২৪ অক্টোবর।