ধর্ষণ ও খুনের ঘটনা রুখতে নয়া ভাবনা মোদী সরকারের
নয়াদিল্লি: হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণকাণ্ডে উত্তাল গোটা দেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিশান রেড্ডি বলেছেন, ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধমূলক মামলায় দ্রুত বিচারের জন্য ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) সংশোধন করা হবে। দোষীরা যাতে মৃত্যদণ্ডের সাজা পায় সেই বিষয়টিতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ধর্ষণ ও হত্যার মতো গুরুতর ঘটনায় নিম্ন আদালতে দোষী সাব্যস্তরা পরবর্তীতে কোনও প্রকার ট্রায়ালের জন্য এরপর থেকেমামলায় দোষী সাব্যস্ত হওয়া কেবলমাত্র সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাতে পাররে। এর ফলে অনেক বিচার প্রক্রিয়া আরও দ্রুত শেষ করা সম্ভব হবে। বর্তমানে জামিন, সাজা রোধ বা কমানোর জন্য বিভিন্ন উচ্চ আদালত আবেদন করতে দেখা যায়। যার ফলে শাস্তি প্রদানে বিলম্ব হয়।
কিশান রেড্ডি বলেন, ব্রিটিশ শাসনামলে আইপিসি ও সিআরপিসি গঠন করা হয়। যা সংশোধন করা দরকার। পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো (বিপিআরডি) ইতিমধ্যে ফৌজদারী কোডগুলিতে সংশোধনীগুলির খসড়া তৈরি করেছে। যাতে মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধ সম্পর্কিত বিধানগুলি আরও জোরদার করা যায় এবং দোষীদের দ্রুত শাস্তি দেওয়া যায়।
হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণকাণ্ডে কিশান রেড্ডি বলেন, তিনি তেলেঙ্গানার পুলিশ মহাপরিচালক মহেন্দ্র রেড্ডির সাথে কথা বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রকের কর্মকর্তারা রাজ্য সরকারের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছেন। তিনি বলেন, তেলেঙ্গানায় শ্রীঘ্রই জরুরি প্রতিক্রিয়া সহায়তা সিস্টেম (ইআরএসএস) কার্যকর করা হবে।
কিশান রেড্ডি জানান, পশু চিকিৎসক ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত সাজা নিশ্চিত করা হবে। এর জন্য তেলঙ্গানা সরকারের সাথে যৌথ উদ্যোগে মাঠে নামবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, অভিযুক্তরা যাতে সর্বোচ্চ সাজা মৃত্যদণ্ড পায় সেই বিষয়টিতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।