Sunday, September 15, 2024
দেশ

প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী এইচ. এন অনন্ত কুমার

বেঙ্গালুরু: প্রয়াত হলেন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী এইচ. এন অনন্ত কুমার। সোমবার ভোরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। গত মাসে আমেরিকা থেকে চিকিৎসা করিয়ে দেশে ফিরেছিলেন তিনি। শেষ সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী ও দুই সন্তান।

গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন বিজেপির এই সিনিয়র নেতা, রাখা হয়েছিল ভেন্টিলেশনে। সমর্থকদের শ্রদ্ধার জন্য তাঁর দেহ রাখা হবে বেঙ্গালুরুর ন্যাশনাল কলেজে। টানা ছ’বার বেঙ্গালুরু দক্ষিণ কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন অনন্ত কুমার।

২০১৪ সালের মে মাসে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পরই কেন্দ্রের সার ও রসায়ন মন্ত্রী হন অনন্ত কুমার। ২০১৬ সালের জুলাই থেকে সংসদীয় মন্ত্রীর দায়িত্ব পান তিনি। অনন্ত কুমার ছিলেন বেঙ্গালুরু সাউথ কেন্দ্রের লোকসভার সাংসদ। এর আগে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ শাসনকালেও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন অনন্ত কুমার। ১৯৯৮ সালে বাজপেয়ীর মন্ত্রীসভায় সবচেয়ে কনিষ্ঠ মন্ত্রী (অসামরিক পরিবহন) ছিলেন তিনি। এছাড়াও পর্যটন, ক্রীড়া, যুব কল্যাণ, সংস্কৃতি, নগরায়ন ও দারিদ্র দূরীকরণের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।

অনন্ত কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লিখেছেন, অনন্ত কুমারের মতো বন্ধু ও সহকর্মীর মৃত্যুতে গভীর শোকাহত। খুব ছোটবেলা থেকে রাজনীতিতে এসে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করে গিয়েছেন। তাঁর কাজের জন্য মানুষ তাঁকে মনে রাখবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষ ছিলেন অনন্ত কুমারজি। এক হাতে সামলেছেন একাধিক দফতর। বিজেপির সংগঠন শক্তিশালী করতেও তাঁর অবদান অনস্বীকার্য। এলাকায় মানুষ যখন তাঁকে চেয়েছেন তখনই পাশে পেয়েছেন। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

রামনাথ কোবিন্দ টুইটারে লিখেছেন, কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ সংসদ সদস্য অনন্ত কুমারের প্রয়াণের খবর শুনে খুবই মর্মাহত। তাঁর মৃত্যু আমাদের দেশের সাধারণ মানুষের কাছে বিশেষ করে কর্নাটকের মানুষের কাছে বড় ক্ষতি। তাঁর পরিবার ও অসংখ্য ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।