এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই প্রথম অসম সফরে অমিত শাহ
গুয়াহাটি: নাগরিকপঞ্জি (এনআরসি) তালিকা প্রকাশের পর এই প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার অসমে যাচ্ছেন। নাগরিকপঞ্জি থেকে ১৯ লাখ লোকের নাম বাদ গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর অসমে যাওয়ার আগে অসমকে আগামী ছ’মাসের জন্য ‘অশান্ত অঞ্চল’ বলে ঘোষণা করা হয়েছে।
দু’দিনের এই সফরে অমিত শাহ উত্তর-পূর্ব কাউন্সিলের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। সেখানে নাগরিক পঞ্জি প্রকাশের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি সোমবার বিজেপির নেতৃত্বাধীন ‘নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক’ জোটের সঙ্গে বৈঠকও করবেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম অমিত শাহ উত্তর-পূর্ব ভারতের কোনও রাজ্যে যাচ্ছেন। ২০১৯ লোকসভা ভোটের আগে প্রচারে গিয়ে অমিত শাহ জানিয়েছিলেন, গোটা দেশ থেকে অনপ্রবেশকারীদের ছুঁড়ে ফেলে দিতে বদ্ধপরিকর তাঁদের দল।
অসমে প্রকাশিত নাগরিকপঞ্জি থেকে ১৯ লাখ নাম বাদ গিয়েছে। সরকার জানিয়েছে, যাঁরা দেশে বসবাসের সঠিক প্রমাণ দেখাতে পারেননি তাদের এখনই তাদেরকে বেআইনি অনুপ্রবেশকারী বলে ঘোষণা করা হবে না। তাঁরা আদালতে আবেদন করতে পারবেন।