Sunday, June 22, 2025
Latestদেশ

NPR আপডেটের জন্য ৮,৫০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

নয়াদিল্লি: মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) আপডেট করার জন্য ৮,৫০০ কোটি টাকার অনুমোদন দিয়েছে। সরকারি উচ্চপদস্থ এক আধিকারিক জানিয়েছেন, ৮,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী এপ্রিল থেকে শুরু হবে এই প্রক্রিয়া। এটা দেশের সাধারাণ নাগরিকদের জন্য দাবি।

প্রসঙ্গত বলে রাখি, সংশোধিত নাগরিকত্ব আইনের পাশাপাশি এনআরসি ও এনপিআরের বিরোধিতা করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এনপিআরের জন্য বরাদ্দ ঘোষণা করল কেন্দ্র।

জনগণনা সংক্রান্ত কমিশন জানিয়েছে, নাগরিকদের পরিচিতির একটি ডেটাবেস তৈরি করার জন্যই এই এনপিআর। দেশের যে কোনও নাগরিকই এর আওতায় পড়বে। যে ব্যক্তি তাঁর এলাকায় ৬ মাস ধরে বসবাস করছে এবং আগামী ৬ মাস ধরে বসবাস করবে, সেই ব্যক্তিকে ওই এলাকায় রেজিস্টার করতে হবে। এতে ওই ব্যক্তির বায়োমেট্রিক ডিটেল থাকবে।

এনপিআরের আসল উদ্দেশ্য হল, দেশের প্রতিটি সাধারণ বাসিন্দার একটি বিস্তৃত পরিচয় তথা তথ্য বিবরণী তৈরি করা। এই তথ্য সংকলনে জনসংখ্যার পাশাপাশি বায়োমেট্রিকের বিশদ বিবরণও থাকবে।


২০১০ সালে ইউপিএ সরকারের দ্বিতীয় মেয়াদে এনপিআরের জন্য ডেটা সংগ্রহের কাজ শুরু হয়। ২০১৫ সালে লোকের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার মাধ্যমে এনপিআর তথ্য প্রথম আপডেট করা হয়।

এদিকে, পশ্চিমবঙ্গ ও কেরলের পাশাপাশি এনপিআর কাজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকারও। যদিও কেন্দ্র সাফ জানিয়েছে, এইভাবে এনপিআরের কাজ বন্ধ করার কোনও এক্তিয়ার রাজ্য সরকারগুলির নেই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণের প্রস্তুতি হিসাবেই এনপিআরের কাজ শুরুর কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এই সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।