Friday, June 20, 2025
Latestদেশ

বাজেটে শিক্ষাখাতে ৯৯,৩০০ কোটি টাকা বরাদ্দ করল মোদী সরকার

নয়াদিল্লি: ২০২০-র বাজেটে শিক্ষাখাতের জন্য ৯৯,৩০০ কোটি টাকা বরাদ্দ করল মোদী সরকার। শনিবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম বলেন, কেন্দ্রীয় সরকার শ্রীঘ্রই নতুন শিক্ষা নীতি ঘোষণা করবে। অর্থমন্ত্রী আরও বলেন, নতুন শিক্ষা নীতির বিষয়ে তাঁর সরকার এখনও পর্যন্ত ২ লাখেরও বেশি পরামর্শ পেয়েছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারাম বলেন, দক্ষতা বিকাশের জন্য আরও ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি জানান, দেশের গরিব ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে অনলাইনে স্নাতক স্তরের কোর্স চালু করা হবে। যেখান থেকেই অনলাইন ডিগ্রি পাওয়া যাবে।

নির্মলা সীতারামন জানিয়েছেন, দেশের মধ্যে প্রথম ১০০’র তালিকায় থাকা বিশ্ববিদ্যালয়গুলিই এই কোর্স চালু করতে পারবে। এছাড়া, ‘স্টাডি ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় এবার এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে স্যাট পরীক্ষা চালু করা হবে।


অর্থমন্ত্রী বলেন, গোটা দেশে শিক্ষক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ প্রয়োজন। এছাড়া তাঁদের মানোন্নয়নও প্রয়োজন। পাশাপাশি, উচ্চশিক্ষা প্রদান করে এমন ১৫০টি প্রতিষ্ঠানে সদ্য পাশ করা ইঞ্জিনিয়ারদের এক বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে যোগ দেওয়ার ব্যবস্থা চালু করা হবে।

নির্মলা সীতারামন জাতীয় পুলিশ বিশ্ববিদ্যালয় এবং জাতীয় ফরেনসিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণাও দেন। পাশাপাশি, চিকিৎসা কর্মীদের ঘাটতি মোকাবিলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, সরকার পিপিপি মডেলে মেডিকেল কলেজগুলিকে জেলা হাসপাতালের সঙ্গে সংযুক্ত করবে।