Tuesday, November 18, 2025
রাজ্য​

পশ্চিমবঙ্গে বেকারত্বের হার হ্রাস পেয়েছে ৪০ শতাংশ: মুখ্যমন্ত্রী

কলকাতা: করোনার জেরে লকডাউন জারি করা হয়েছে দেশ জুড়ে। যার কারণে সারা দেশ এখন বেকারত্বের সঙ্গে ঝুলছে। এই পরিস্থিতিতে গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে বেকার সমস্যার তুলনায় করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, দেশের তুলনায় পশ্চিমবঙ্গে বেকার সমস্যা অনেকটাই কম।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলায় বেকারত্বের হার ৪০ শতাংশ কমে গেছে, যেখানে সারা দেশে বেকারত্বের হার কমেছে মাত্র ২৪ শতাংশ। বেকারত্বের পরিসংখ্যানের প্রসঙ্গে বলতে গিয়ে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির (CMIE) একটি রিপোর্টের তথ্যও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

আন্তর্জাতিক যুব দিবস (International Youth Day 2020) উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গোটা দেশে যখন বেকারত্ব কমেছে ২৪ শতাংশ, সেখানে বাংলায় কমেছে ৪০ শতাংশ। অর্থাৎ, পশ্চিমবঙ্গে বেকারত্ব দ্রুত কমছে। অনেক আগে থেকেই বাংলার যুবক-যুবতীরা গোটা দেশকে পথ দেখিয়েছে। ভবিষ্যতেও তাঁরা সেই কাজ করে যাবে বলেই আমার বিশ্বাস।

পাশাপাশি, রাজ্যের আরও এক লাখ বেকার যুবকদের সরকারের কর্মসাথী প্রকল্পের আওতায় স্বনির্ভর হওয়ার জন্য সহজে ঋণ এবং ভর্তুকি দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।